‘দেশে রোজ দ্রৌপদীদের বস্ত্রহরণ হচ্ছে, মোদী-শাহ দায়ী’, বক্তব্যে অনড় তৃণমূলের সাবিত্রী
ODD বাংলা ডেস্ক: বিতর্ক সত্ত্বেও নিজের বক্তব্যে অনড় রইলেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘দুর্যোধন-দুঃশাসন’ বলে কটাক্ষ করে বিতর্ক বাধিয়েছেন বিধায়ক। মঙ্গলবার সাবিত্রী বলেছেন, ‘‘যা বলেছি, ঠিক বলেছি।’’প্রসঙ্গত, রবিবার মালদার রতুয়ায় এক দলীয় সভায় সাবিত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘মমতাকে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলব।’’ সাবিত্রীর এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। মঙ্গলবার বিধানসভায় এ নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপির পরিষদীয় দল। কিন্তু এটা ‘রাজ্যের বিষয় নয়’ বলে সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরই বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পরে তাঁরা ওয়াক আউট করেন। সাবিত্রীকে সাসপেন্ডের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়করা।
Post a Comment