ব্রাহ্মণবিদ্বেষী টুইট করলেন জহর সরকার, বিতর্কের মুখে পোস্ট মুছলেন তৃণমূল সাংসদ

ODD বাংলা ডেস্ক:  ব্রাহ্মণদের বিরুদ্ধে কড়া টুইট করে বিতর্কে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। বেগতিক দেখে পরে সেই টুইট মুছেও দেন তিনি। তাঁর ওই টুইট ঘিরে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।পোস্ট করার পর থেকেই বিতর্ক শুরু হয়। বহু বিশিষ্টরাই এই টুইটের বিরোধিতা করেন। শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী লেখেন, ‘একটা গোটা সম্প্রদায় সম্পর্কে আপনি ঘৃণ্য মন্তব্য করছেন জহর সরকারজি। আপনার কথাগুলির তীব্র বিরোধিতা করেছি। আপনাকে এমন টুইটের জন্য ক্ষমা চাইতে হবে এবং এটা মুছে দিতে হবে।’রে জহর সরকার টুইটটি মুছে দেন। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ সুনন্দা বশিষ্ঠ লেখেন, ‘ওই ঘৃণাভাষণটি উনি মুছে দিয়েছেন? কিন্তু এহেন ঘৃণাভাষণের মূল্য চোকানো উচিত। কেবল টুইট মোছাটাই যথেষ্ট নয়।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.