আজ কার্তিক পুজো, সত্যিই কি কার্তিক পুজো করলে সন্তানলাভ হয়?
ODD বাংলা ডেস্ক: আজ কার্তিক মাসের সংক্রান্তি৷ আর এই বিশেষ দিনেই পুজো হয় কার্তিক ঠাকুরের ৷ পূরাণে কার্তিক যোদ্ধা হিসাবে এবং দেব সেনাপতি হিসেবে পরিচিত। এই বাংলায় তিনি কার্তিক নামে পরিচিত হলেও দক্ষিণ ভারতে তিনি স্কন্ধ মুরুগান সুব্রহ্মণ্য প্রভৃতি নামে পরিচিত ৷
জানেন, কেন করা হয় কার্তিক পুজো
পুরানে কথিত আছে, কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা। তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভবপর হয়ে উঠছিল না, ঠিক সেই সময় দৈববলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন। সেই থেকে তিনি দেব সেনাপতি হিসেবেই পূজিত হয়। স্কন্ধ পুরাণে তাঁর উল্লেখ রয়েছে। পূরাণ অনুসারে কার্তিকের গায়ের রং হলুদ বর্ণের। কার্তিকের বাহুন ময়ূর। তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামেই পরিচিত। কার্তিকের নাকি ছয় মাথা তাই তাকে ষড়ানন বলা হয়। কার্তিকের হাতে থাকে ধনুক তীর বর্ষা।
কার্তিক মাসের সংক্রান্তিতে হয় কার্তিক পূজা। এ বছর কার্তিক পুজো বাংলা পঞ্জিকা মতে ৩০ শে কার্তিক বৃহস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২।
লোকমতে, যাদের সন্তান হচ্ছে না যারা নিঃসন্তান তারা যদি কার্তিকের পূজা করেন তাহলে তাদের সন্তান লাভ হয়।কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর বলিষ্ঠ, তাই জন্য কার্তিক পুজো করে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করে থাকেন। কার্তিককে চিরকুমার বলা হলেও কোথাও কোথাও কিন্তু কার্তিকের বিয়ের কথা উল্লেখিত আছে পুরানে। ব্রহ্মা এবং সাবিত্রির মেয়ে দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রী। তাই জন্ম ও জন্মসূত্রে সেই কারণেই হয়তো সন্তান লাভের আশায় বাংলায় কার্তিক পূজা করা হয়। সমাজ থেকে যাতে অন্যায় মুছে যায় তাই অনেকে কার্তিক পুজো করে। কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে সমস্ত অপশক্তির বিরুদ্ধে অন্যতম যোদ্ধা হিসাবে লড়াই করেন।
Post a Comment