দু'বার ক্যান্সারকে জয় করে ফিরেও এবার স্ট্রোক! ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা
ODD বাংলা ডেস্ক: ভেন্টিলশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই মঙ্গলবার রাতে স্ট্রোক হয়ে মাথায় রক্ত জমাট বেঁধে যায়। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রী। হাসপাতাল সূত্রের খবর, কোমায় রয়েছেন ঐন্দ্রিলা। এর আগে ক্যানসারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় আবার ফিরবেন কথা দিয়েছিলেন। হয়েছিলও তেমনটাই। ফিরে এসেছিলেন বিনোদন দুনিয়ায়। তার পর অনেকটাই সুস্থ ছিলেন। প্রেমিক সব্যসাচী চৌধুরী সব সময়ে তাঁর পাশে ছিলেন। ‘চলতি মাসে দিল্লি যাওয়ার কথা ছিল অভিনেত্রীর, স্টুডিয়োপাড়ার খবর এমনটাই। সেই কথা মতো শুটিং থেকে ছুটিও নিয়েছিলেন। কিন্তু আচমকাই মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অভিনেত্রীর শরীরের এক দিক পুরো অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন। তা ছাড়া শুধু চোখ নড়ছে।
Post a Comment