গুজরাটের পর মৃত্যুমিছিল বিহারে, ছট পুজোয় জলে ডুবে প্রাণ গেল ৫৩ জনের
ODD বাংলা ডেস্ক: উৎসবের আনন্দের মধ্যে শোকের ছায়া বিহারে। চার দিন ব্যাপি ছট পুজোয় রাজ্যের বিভিন্ন প্রান্তে জলে ডুবে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বিহারের একাধিক নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পূণ্যার্থীদের, একথা জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে নীতীশকুমার সরকার মৃতদের পরিবারগুলির জন্যে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। চার দিন ধরে ছট পুজো পালন করেন সাধারণ মানুষ। তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোকের ঘটনা। মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৩০ অক্টোবর শুধুমাত্র পুর্নিয়া জেলায় ডুবে মারা গিয়েছে ৫ জন। অন্য দিকে পটনা, মুজফ্ফরপুর, সমস্তিপুর এবং সহর্সতে ৩ জন করে মারা গিয়েছেন। গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। উৎসবের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন।
Post a Comment