‘মনমোহন সিংয়ের কাছে ঋণী দেশ’, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশংসায় গডকরি
ODD বাংলা ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে ঋণী দেশ। কোনও কংগ্রেস নেতা নয়, এমন কথা খোদ মোদি সরকারের মন্ত্রী নীতীন গড়করির মুখে! গত শতাব্দীর নয়ের দশকের সূচনায় উদার অর্থনীতিকরণের মাধ্যমে মনমোহন সিং দেশকে যে নয়া দিশা দেখিয়েছিলেন, সেপ্রসঙ্গের উল্লেখ করে প্রবীণ রাজনীতিবিদকে একেবারে প্রশস্তিতে ভরিয়ে দিলেন গডকরি। তিনি বলেন, ''উদার অর্থনীতির মাধ্যমে দেশ নতুন দিশা পেয়েছিল। যে কারণে মনমোহন সিংয়ের কাছে দেশ ঋণী'' আর এই উদারীকরণ যে কৃষক থেকে শুরু করে দরিদ্র মানুষদের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছিল, সেকথাও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মনমোহন।
Post a Comment