'কঠিন সময়ে ভারতের পাশেই রয়েছে আমেরিকা', মোরবি দুর্ঘটনায় মোদীকে বার্তা বাইডেনের
ODD বাংলা ডেস্ক: গুজরাটের মোরবিতে ব্রিজ ভেঙে পড়ে ১৪১ জনের মৃত্যুর খবরে এবার শোক প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কঠিন সময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন সস্ত্রীক বাইডেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও জানালেন, দুঃখের সময়ে ভারতীয়দের সঙ্গেই রয়েছেন জো ও জিল বাইডেন। প্রসঙ্গত, মোরবিতে সেতু ভেঙে পড়ে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইজরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ-সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধান।সোমবার একটি টুইট করে বাইডেন লিখেছেন, “গুজরাটের মোরবিতে সেতু ভেঙে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আমি ও জিল তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সারা ভারতের মানুষ এখন শোকের মধ্যে রয়েছেন। এই কঠিন সময়ে ভারতের পাশে রয়েছি আমরা। ভারতীয়দের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব।”
Post a Comment