রান্নাঘরে কোথায় রাখবেন ফ্রিজ? জানুন বাস্তু কী বলছে
ODD বাংলা ডেস্ক: বাস্তুমতে রান্নাঘরে স্বয়ং লক্ষ্মী বিরাজ করেন। তাই রান্নাঘরে কোথায় কী রাখবেন, কী ভাবে রাখবেন তা নিয়ে সতর্ক থাকাই ভালো। জেনে রাখুন বাস্তু মতে রান্নাঘরে কোথায় কী রাখা উচিত। রান্নাঘরে ফ্রিজ একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমাদের খাবার সতেজ ও ঠান্ডা রাখতে সাহায্য করে এই ফ্রিজ। বাস্তুর সঠিক নিয়ম মেনে ঘরে ফ্রিজ রাখা খুব জরুরী। কারণ ফ্রিজে সব সময় একটা কম্পন হয় এবং ফ্রিজ বিদ্যুতে চলে। ঘরের ঠিক কোন দিকে কী রঙের ফ্রিজ রাখা উচিত বা উচিত নয়। দেখে নিন বাস্তু টিপস।
* বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রান্নাঘর তৈরি করা সবচেয়ে ভালো। এই জায়গায় রান্নাঘর হলে আগুন থেকে ভয় অনেকটা কমে যায়। যদি সেই দিকে রান্নাঘর একান্তই না তৈরি করতে পারেন, তবে উত্তর-পশ্চিম দিকও বেছে নিতে পারেন।
* ঘরের ঈশান কোণে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে ফ্রিজ রাখা একদমই উচিত নয়। তা ছাড়া পূর্ব দিকেও ফ্রিজ একদমই রাখতে নেই। এতে গৃহস্থ কোনও না কোনও দিকে থেকে ক্ষতিগ্রস্থ হতে পারেন।
* উত্তর দিকে লাল রঙের ফ্রিজ রাখবেন না। এতে বাড়ির যাঁরা কেরিয়ার গড়ার চেষ্টায় আছেন, তাঁদের প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে। ব্যবসায় উন্নতি বন্ধ হয়ে যেতে পারে। সন্তানরা সাফল্য পায় না।
* আজকালকার দিনে সবার বাড়িতেই নানা ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র থাকে। মাইক্রোওয়েভ ওভেন, টোস্টার ইত্যাদি। বাস্তুমতে রান্নাঘরের জানালা খুবই গুরুত্বপূর্ণ। রান্নাঘরে দুটি জানালা থাকা উচিত।
* সিলভার এবং ধূসর রঙের ফ্রিজ রাখবেন না দক্ষিণ দিকে। যদি দক্ষিণ দিকে এই রঙের ফ্রিজ রাখেন, তা হলে সংসারে আর্থিক উন্নতি বন্ধ হয়ে যেতে পারে।
* এখন প্রায় সকলের বাড়িতেই কিচেন ক্যাবিনেট থাকে। উত্তর-পশ্চিম কোণে সবুজ রঙের ফ্রিজ রাখবেন না। এতে ধীরে ধীরে অবসাদ আসতে পারে। এই দিকে ফ্রিজ রাখলে মস্তিষ্কজনিত কোনও রোগ হতে পারে। লাল বা হলুদ রঙের ফ্রিজ রাখা যেতে পারে।
Post a Comment