মোদী বন্দনার পর এবার ভারতের ভূয়সী প্রশংসায় পুতিন!
ODD বাংলা ডেস্ক: কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা গিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এবার ভারতীয় নাগরিকদের ‘প্রতিভা’ নিয়ে কথা বলতে গিয়ে আমাদের দেশের প্রশংসায় পঞ্চমুখ হলেন পুতিন। পুতিন বলেন, ‘আমার মনে কোনও সন্দেহ নেই যে উন্নয়নের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে অসামান্য ফলাফল অর্জন করবে ভারত। সেদেশের প্রায় দেড়শো কোটি মানুষ সম্ভাবনাময়।’ শুক্রবার রাশিয়ায় পালিত হয় একতা দিবস। সেই অনুষ্ঠানেই যোগ দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন পুতিন। তাঁর বক্তৃতার অনুবাদে ভারতের প্রশংসার অংশটি ছিল।
Post a Comment