তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে! রইল উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির ওয়েদার আপডেট

ODD বাংলা ডেস্ক: আপাতত রাজ্যের ওপরে কোনও ওয়েদার সিস্টেম নেই। উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাসও নেই। রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামলেই বেশি শীত অনুভূত হয়। তবে আপাতত এর কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোচবিহার কিংবা পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তুলনামূলক কম। তবে তা এখনও ১৫ ডিগ্রির নিচে নামেনি।উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ১০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ১১ নভেম্বর নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে ১০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.