২৪ ঘণ্টার মধ্যেই নামবে তাপমাত্রার পারদ!

ODD বাংলা ডেস্ক: শহরে পারদ পতন অব্যাহত। ফের একবার ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নামল পারদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২০ ডিগ্রির নীচে নামতে চলেছে কলকাতার তাপমাত্রা। পাকাপাকিভাবে ঠান্ডা প্রবেশ না হলেও নভেম্বরেই শীতের আমেজ অনুভূত হবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে শহরের তাপমাত্রার পাদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। তবে আসল শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা সহ জেলায় জেলায় ভোরে কুয়াশা দেখা যাবে। বেলা যত বাড়বে, মেঘ কেটে গিয়ে সূর্যের দেখা মিলবে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকবে। যদিও শুষ্ক আবহাওয়ার কারণে গুমোট ভাব অনুভূত হবে না। ভোরের দিকে আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.