প্রচুর ব্যয় বাড়বে এই রাশির, এ সপ্তাহে ধনলাভ কার ভাগ্যে? জেনে নিন আর্থিক রাশিফল
ODD বাংলা ডেস্ক: নভেম্বরের শেষের দিকে এসে দাঁড়িয়েছি আমরা। নতুন সপ্তাহ শুরুর সঙ্গে সঙ্গেই মনে প্রশ্ন উঠতে শুরু করে যে এ সপ্তাহে লাভ হবে না লোকসান? আবার ধনলাভ সম্ভব হবে কি না, সেই প্রশ্নও অনেকের মাথায় ঘুরতে থাকে। সেক্ষেত্রে জ্যোতিষের সাহায্যে রাশি বিচার করে জানা যাবে যে নতুন সপ্তাহ আপনাদের কেমন যাবে। জ্যোতিষ গণনা অনুযায়ী এই সপ্তাহে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। পাশাপাশি মিথুন, কর্কট-সহ একাধিক রাশির জাতকের ধন বৃদ্ধির যোগ রয়েছে। এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে কার কেমন কাটবে জেনে নেওয়া যাক।
মেষ রাশিফল
এ সপ্তাহে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনার কোনও পুরনো প্রকল্প পুনরায় শুরু হতে পারে। আবার আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতকরা। এর পাশাপাশি মেষ জাতকদের ব্য়য় বাড়তে পারে। তাই নিজের বাজেটে মনোনিবেশ করতে হবে মেষ রাশির জাতকদের। কোনও সম্পত্তি বা রেনোভেশনের কারণে মনে দুশ্চিন্তা থাকবে। যাত্রার পরিকল্পনা থাকলে এড়িয়ে যান। সপ্তাহের শেষে স্বস্তি অনুভব করবেন।
শুভ দিন: ২০, ২২, ২৫
বৃষ রাশিফল
জ্যোতিষ বলছে বৃষ রাশির জাতকরা এ সপ্তাহে নিজের প্রকল্পের সাফল্যের ফলে আনন্দিত থাকবেন। সাফল্যের পথ প্রশস্ত হবে আপনাদের। পাশাপাশি আর্থিক ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে এমন কোনও ব্যক্তির সহযোগিতা লাভ করবেন, যার বাকপটুতাকে সকলেই প্রশংসা করেন। এ সপ্তাহে কোনও যাত্রা করে থাকলে তাতে সাফল্য অর্জন করবেন বৃষ জাতকরা।
শুভ দিন: ২০, ২১, ২৪
মিথুন রাশিফল
এ সপ্তাহে মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। নিজের প্রকল্পের সাফল্যের কারণে সন্তুষ্ট হবেন এই রাশির জাতকরা। পাশাপাশি সৃজনশীল কাজের মাধ্যমে শুভ ফলাফল লাভ করবেন। এ সপ্তাহে আপনাদের প্রচুর ব্যয় হবে। তাই এ দিকে অধিক মনোনিবেশ করতে হবে। কোনও যাত্রার পরিকল্পনা করে থাকলে, তা-ও আপাতত বাতিল করুন। সপ্তাহের শেষে আবেগপ্রবণ হবেন। তবে ভালোভাব চিন্তাভাবনা করে ও সংযমের সঙ্গে সিদ্ধান্ত নিন।
শুভ দিন: ২০, ২৩
কর্কট রাশির
কর্কট রাশির জাতকদের জন্য এ সপ্তাহে ধন লাভের শুভ সংযোগ তৈরি হয়েছে। আপনাদের জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। এ সপ্তাহে আপনাদের আর্থিক পরিস্থিতিও ভালো থাকবে। সপ্তাহের মধ্যেভাগে কর্মক্ষেত্রে আকস্মিক উন্নতি হতে পারে। পরিবারের কোনও সদস্যের অসুস্থতার কারণে ব্যয় বাড়তে পারে কর্কট রাশির জাতকদের। আপনাদেরও যাত্রা বাতিল করার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শেষে আনন্দের আগমন হবে।
শুভ দিন: ২১, ২৫
সিংহ রাশি
এ সপ্তাহে সিংহ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আপনারা ধন লাভ করতে পারবেন। জ্যোতিষ বলছে এই রাশির জাতকরা একাকীত্বে বসে ভালোভাবে চিন্তাভাবনা করে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে তার শুভ ফলাফল লাভ করবেন। পরিবারের সদস্যদের আনন্দের স্বার্থে অর্থ ব্যয় করতে পারেন সিংহ রাশির জাতকরা। যাত্রা এড়িয়ে যাওয়াই আপনার পক্ষে শ্রেয়। কর্মক্ষেত্রে আকস্মিক লোকসানের প্রবল সম্ভাবনা রয়েছে। নিজের প্রকল্পে বিশেষ ভাবে মনোনিবেশ করতে হবে। সপ্তাহের শেষে পরিস্থিতি উন্নত হবে।
শুভ দিন: ২১, ২৩
কন্যা রাশি
কন্যা রাশি জাতকরা এ সপ্তাহে কর্মক্ষেত্রে যে প্রকল্প বুদ্ধিমত্তার প্রয়োগ করে সম্পন্ন করবেন, তাতে সাফল্য ও শুভ ফলাফল লাভ করতে পারেন। এর ফলে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। আবার যাত্রার মাধ্যমে ভালো সাফল্য লাভ করতে পারেন কন্যা রাশির জাতকরা। জ্যোতিষ বলছে এ সপ্তাহে আপনারা কোনও মহিলার পিছনে অধিক অর্থ ব্যয় করতে পারেন। পাশাপাশি কোনও যাত্রায় সাফল্যের জন্য় কোনও মহিলার সাহায্য পেতে পারেন কন্যা রাশির জাতকরা। সপ্তাহের শেষে কোনও লোভনীয় সিদ্ধান্ত আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে।
শুভ দিন: ২০, ২২, ২৪, ২৫
তুলা রাশি
জ্যোতিষ বলছে, এ সপ্তাহে তুলা রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রকল্পের প্রতি অতিরিক্ত পজেসিভ থাকবেন আপনি, যার ফলে আপনারই কষ্ট বাড়তে পারে। এ সপ্তাহে তুলা জাতকদের ব্যয়ও বাড়বে। যা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে। কোনও যাত্রার পরিকল্পনা থাকলে তা বাতিল করার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শেষে নতুন কিছু সূচনার শুভ সংযোগ তৈরি হবে।
শুভ দিন: ২০, ২৫
বৃশ্চিক রাশি
এ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকরা যে সিদ্ধান্ত নেবেন, তাতেই স্বস্তি লাভ করবেন। আপনাদের সুখ-সমৃদ্ধির শুভ সংযোগ তৈরি হয়েছে। এ সপ্তাহে যে যাত্রা করবেন, তাতে নতুন কোনও ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। অন্য দিকে কর্মক্ষেত্রে নিজের ওপর বিশ্বাস রেখে সিদ্ধান্ত নিলে ভালো ফলাফল লাভ করবেন বৃশ্চিক জাতকরা। নিজের বাজেটে মনোনিবেশ করুন। সেই অনুযায়ী অর্থ ব্যয়ের পরিকল্পনা করবেন। সপ্তাহের শেষে স্বস্তি অনুভব করবেন এই রাশির জাতক।
শুভ দিন: ২২, ২৩, ২৫
ধনু রাশি
এ সপ্তাহে ধনু রাশির জাতকদের জন্য খুবই ভালো। আপনাদের আর্থিক ধনলাভের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আবার কোনও মাতৃতুল্য মহিলা আপানদের ধন লাভে সাহায্য করতে পারেন। এ সপ্তাহে পরিবারের ভবিষ্যতের জন্য কোনও গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন। আবার যাত্রার পরিকল্পনা থাকলে, তা সফল হবে। কারণ এই যাত্রা আপনাকে একাধিক শুভ পরিণাম প্রদান করবে।
শুভ দিন: ২০, ২১, ৩২, ২৪, ২৫
মকর রাশির
এ সপ্তাহে মকর রাশরি জাতকরা উন্নতির পথে অগ্রসর হবেন। আপনারা জীবনে সাফল্যও লাভ করতে পারবেন। আর্থিক দিক দিয়েও সময় অত্যন্ত অনুকূল। লগ্নির ফলে ধন লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কোনও প্রকল্প আপনার পক্ষে ফলাফল দিয়ে থাকবে। নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন এ সপ্তাহে। ভারসাম্য রেখে যাত্রা করলে তাতেও সাফল্য পাবেন এই রাশির জাতকরা। সপ্তাহের শেষে ধীরগতিতে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে।
শুভ দিন: ২০, ২১, ২৪
কুম্ভ রাশির
আর্থিক বিষয়ের জন্য কুম্ভ রাশির জাতকদের সপ্তাহ অনুকূল। এ সপ্তাহে ভালো ধন লাভ করতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ গণনা অনুযায়ী এই সপ্তাটি আর্থিক দৃষ্টিতে খুবই শুভ থাকবে। এ সময় ধন বৃদ্ধির সংযোগ থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। পাশাপাশি সাফল্যও লাভ করবেন কুম্ভ জাতকরা। উচ্চাকাঙ্খা কমবে। সপ্তাহের শেষে কোনও যাত্রার পরিকল্পনা করে থাকলে তা বাতিল করুন। সপ্তাহের শেষে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করাও আপনার পক্ষে শুভ প্রমাণিত হবে।
শুভ দিন: ২০, ২১, ২৩, ২৪
মীন রাশির
মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ। কোনও নতুন লগ্নির ফলে শুভ ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা। এ সপ্তাহে যে পরিশ্রম করবেন, ভবিষ্যতে তার ফল লাভ করবেন। কর্মক্ষেত্রে সমস্যাও থাকবে। তবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। সপ্তাহের শেষে কোনও সুসংবাদ লাভ করবেন।
শুভ দিন: ২১, ২৩, ২৫
Post a Comment