জেলায়, জেলায় এবার সরকারি মদের দোকান! আয় বাড়াতে ছাড়পত্র নবান্নের

ODD বাংলা ডেস্ক: আর্থিক সঙ্কটের মধ্যে আয় বাড়াতে রাজ্য সরকার এবার সরাসরি ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খুলবে। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজি খুঁজতে টেন্ডার ডেকেছে। নাম দেওয়া হচ্ছে বেভকো-রিটেল শপ।প্রথম দফায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং,দার্জিলিং জেলায়  এই ফ্রাঞ্চাইজি শপ খোলার জন্য সমীক্ষা করে স্থান নির্বাচন করা হয়েছে। এই সরকারি মদের দোকানে ভারতীয় মদ ও ভারতে তৈরি ফরেন লিকার বা বিদেশী মদ মিলবে বাজারে চালু অন্যান্য মদের দোকানের মতোই মিলবে বলে সূত্রের খবর। রাজ্যের আবগারি দফতরের বক্তব্য, এই সব জেলাগুলিতে একটি মদের দোকানের থেকে অন্য মদের দোকানের দূরত্ব অনেকটা। কোচবিহারে এই দূরত্ব ১১ কিলোমিটার। সেই কারণেই রাজ্য সরকারের নিজস্ব কোম্পানি বেভারেজ কর্পোরেশনকে সামনে রেখে ফ্রাঞ্চাইজি দিয়ে মদের দোকান খুলতে চায়। এতে বেআইনি ও বিষ মদকেও নিয়ন্ত্রণ করা যাবে। বাড়বে সরকারের রাজস্ব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.