নভেম্বরেই হিমেল হাওয়া রাজ্যে, উত্তুরে হাওয়ায় ক্রমশ কমবে তাপমাত্রা
ODD বাংলা ডেস্ক: রাজ্যজুড়ে হিমেল হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। কার্তিক মাসে হেমন্তের এই মনোরম আবহাওয়া নিয়েই এখন দিন কাটছে কলকাতাবাসীর। সেই আবহাওয়া আরও মনোরম হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই সকালে শীতের আমেজ থাকবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীত শীত ভাব অনুভূতও হবে। ধাপে ধাপে শুষ্ক হবে দক্ষিণবঙ্গ। তবে এর সঙ্গেই হাওয়া অফিস জানিয়েছে, আগামি পাঁচ দিনে পারদ পতন হচ্ছে না। তার জন্য অপেক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। সিত্রাংয়ের রেশ কাটতেই হিমেল হাওয়ার আমেজ টের পাচ্ছিল শহর। অক্টোবরের নিরিখে এক দশকের রেকর্ড পারদ-পতনের সাক্ষী থেকেছে কলকাতাবাসী। তবে আপাতত তাপমাত্রায় আর বড়সড় ওঠানামা নেই। আগামি চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ বা ২১ এর মধ্যেই ঘোরাফেরা করবে। বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার পর থেকেই দুর্যোগ কেটে শিরশিরানি ফিরেছে দক্ষিণবঙ্গে। ফিরে এসেছে শুষ্ক আবহাওয়ার মেজাজ।
Post a Comment