একগুচ্ছ গ্রুপের ঝামেলা থেকে মুক্তি, হোয়াটসঅ্যাপে এল জবরদস্ত ফিচার


ODD বাংলা ডেস্ক: অবশেষে WhatsApp - এ গ্রুপের ঝামেলা থেকে মুক্তি মিলতে চলেছে। বৃহস্পতিবার নতুন কমিউনিটি ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। মাস খানেক আগেই এই ফিচার পরীক্ষা শুরু করেছিল জুকেরবার্গের সংস্থা। নতুন ফিচারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ সাজিয়ে রাখতে সুবিধা হবে। সংস্থার দাবি মেসেজিংয়ের অভিজ্ঞতা ভালো করতেই এই ফিচার তৈরি করা হয়েছে। হোয়াটসঅ্যাপ কমিউনিটির মধ্যে গ্রুপ চ্যাটে পোল তৈরি করে সদস্যদের মতামত নেওয়া যাবে। একই সঙ্গে এক ট্যাপে সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে ভিডিয়ো কলিং শুরু করা যাবে।বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করে এই ফিচার লঞ্চের ঘোষণা করেছে Meta প্রধান মার্ক জুকেরবার্গ। তিনি জানিয়েছেন প্রায় এক বছরের বেশি সময় ধরে এই ফিচার লঞ্চের কাজ চলছিল। একই সঙ্গে মার্ক জানিয়েছেন, নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে আরও সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে। থাকবে সাব গ্রুপ, একাধিক থ্রেড, অ্যানাউন্সমেন্ট চ্যানেল সহ আরও অনেক ফিচার। এছাড়াও গ্রুপের মধ্যে পোল ফিচার থাকবে, 32 জনের সঙ্গে ভিডিয়ো কলিং করা যাবে। এই সব কিছু করার সময় হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে আপনার মেসেজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.