‘তুমি পাকিস্তানের নায়ক’, তাঁর প্রাণ বাঁচানো অনুগামীর প্রশংসায় পঞ্চমুখ ইমরান
ODD বাংলা ডেস্ক: “যতদিন বেঁচে আছি, খান সাহেবের গায়ে আঁচ লাগতে দেব না।” পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে বলেছিলেন তাঁর অনুরাগী। শনিবার সেই যুবকের সঙ্গে হাসপাতালে দেখা করলেন ইমরান। তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়ে ‘পাকিস্তানের নায়ক’ বলে উল্লেখ করলেন। এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাধীন ইবতিসাম নামের ওই যুবক। তাঁর গোড়ালিতে গুলি লেগেছে।জানা যাচ্ছে, এদিন ইমরান ওই যুবকের সঙ্গে দেখা করে বলেন, ”তুমি পাকিস্তানের নায়ক। তুমি যা সাহস দেখিয়েছ তা অপরিসীম।” এই মুহূর্তে সেদেশের শওকত খানুম হাসপাতালে ভরতি রয়েছেন ওই যুবক। গুলিতে জখম হওয়ার ফলে তাঁর পা ভেঙে গিয়েছে।
Post a Comment