গ্র্যাজুয়েশনের সময়সীমা নিয়ে বড় ঘোষণা!

ODD বাংলা ডেস্ক:  বিতর্কের মাঝেই জাতীয় শিক্ষানীতি কার্যকর করছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি UGC-র নয়া নির্দেশিকায় বলা হয়, অনার্স-সহ স্নাতকের পাঠ শেষ করতে ৪ বছর সময় লাগবে পড়ুয়াদের। কিন্তু সমালোচনার মুখে পড়ে এবার খানিকটা নমনীয় অবস্থান নিয়েছে সংস্থাটি। ইউজিসি জানিয়েছে, নতুন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত তিন বছরের ডিগ্রি কোর্স চালু থাকবে।বুধবার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার জানান, চার বছরের স্নাতক পাঠের ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত তিন বছরের ডিগ্রি কোর্স চালু থাকবে। নতুন ব্যবস্থায় স্নাতক পড়ুয়ারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে যোগ দিতে পারবেন। সাক্ষাৎকারে ইউজিসি-র চেয়ারম্যান কুমার আরও জানিয়েছেন, স্নাতকের সময়সীমা ৩ বছর হবে না ৪ বছর, সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। এই ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে তারা। উল্লেখযোগ্য ভাবে, চার বছরের স্নাতক কোর্সের পড়ুয়ারা মাস্টার্স না করলেও পিএইচডি করতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.