সৃজনশীল মানসিকতার হয়ে থাকেন এই চার রাশি, এদের জ্ঞান ও চিন্তাভাবনা সকলকে আকৃষ্ট করে
ODD বাংলা ডেস্ক: বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। এরই প্রভাব পড়ে ব্যক্তি জীবন। সে কারণে সকল চারিত্রিক বৈশিষ্ট্য ও আচরণে রয়েছে বিস্তর তফাত। আজ রইল চার রাশির কথা। শাস্ত্রে উল্লেখ আছে এই চার রাশির। শাস্ত্র মতে, এই চার রাশির ব্যক্তিদের জ্ঞান ও চিন্তাভাবনা সকলকে আকৃষ্ট করে। দেখে নিন তালিকায় কে কে আছেন।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা সৃজনশীল মানসিকতার অধিকারী হয়ে থাকেন। এরা যে কোনও ক্ষেত্রে বুদ্ধি দিয়ে বিচার করেন। এদের সৃজনশীল ভাবনার বিকাশ ঘটে সর্বত্র। যা লোক মুখে প্রশংসিত হয়।
সিংহ রাশি
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এই সিংহ রাশির ছেলে মেয়েদের চিন্তাভাবনা ও জ্ঞানের প্রতি সকলে আকৃষ্ট হয়ে থাকেন। এরা সর্বত্র নিজের ভাবনার বিকাশ ঘটাতে চান। এদের সাহসী ব্যক্তিত্ব ও নির্ভীক আচরণের দ্বারা সকলে আকৃষ্ট হয়ে থাকেন।
তুলা রাশি
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা সৃজনশীল মানসিকতার অধিকারী হন। এরা সাহসী ও নির্ভীক হয়ে থাকেন। এরা সর্বত্র নিজের কাজের ছাপ রেখে যেতে চান। তুলা রাশির ছেলে মেয়েদের কাজ নজর কাড়ে সকলেক।
মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা জীবনে একাধিকবার উত্থান- পতন দেখেন। এদের কল্পনাশক্তি থাকে প্রবল। এরা কল্পনার জোড়ে সর্বত্র চান সাফল্য। এই রাশির ছেলে মেয়েরাও বাকি তিন রাশির মতো। এদের ক্রিয়েটিভিটি সকলের নজর কাড়ে। সর্বত্র এরা নিজের কাজের ছাপ রেখে যেতে চান। এই রাশির ছেলে মেয়েরা নিজের কর্মদক্ষতার বলে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
শাস্ত্র মতে, আমরা সকলে আলাদা আলাদা গুণের অধিকারী। সকলের ব্যক্তিত্বও ভিন্ন। সকলের ভাবনাচিন্তা থেকে শুরু করে রুচিবোধে রয়েছে বিস্তর তফাত। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে এমন পার্থক্য। সেই অনুসারে চিনে নিন এই চার রাশির জাতক জাতিকাদের। সৃজনশীল মানসিকতার হয়ে থাকেন এই চার রাশি, এদের জ্ঞান ও চিন্তাভাবনা সকলকে আকৃষ্ট করে। এদের কাজ সকলের মুখে প্রশংসিত হয়ে থাকে।
Post a Comment