এরা আবেগ গোপন রাখতে ওস্তাদ, এই চার রাশির ছেলে মেয়েদের অনুভূতি বোঝা কঠিন
ODD বাংলা ডেস্ক: প্রতিটি মানুষের আবেগে আলাদা। কেউ বেশি ইমোশনাল ও বদ মেজাজী স্বভাবের হয়ে থাকেন। তেমনই কেউ কঠিন ও দাম্ভিক। আবেগের দিক থেকে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, ব্যক্তি মধ্যে এমন পার্থক্যের কারণ ব্যক্তির রাশি। বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের মধ্যে এমন পার্থক্য। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা একেবারে আলাদা হয়ে থাকে। এই চার রাশির ছেলে মেয়েদের অনুভূতি বোঝা কঠিন। এরা আবেগ গোপন রাখতে ওস্তাদ। এরা মনের কথা মুখে প্রকাশ করেন না। দেখে নিন তালিকায় কে কে আছেন।
বৃষ রাশি-
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। সকলের সঙ্গে এরা সম্পর্ক রেখে চলেন। এরা নিজের দুর্বলতা ভুল স্বযত্নে লুকিয়ে রাখত পারেন। এই রাশির ছেলে মেয়েরা নিজের অনুভূতি সহজে ব্যক্ত করেন না। এরা বাস্তবদী হয়ে থাকেন। মনের ভিতরে যাই অনুভূতি থাকুক না কেন , তারা তা সযত্নে রক্ষা করে থাকেন।
কর্কট রাশি-
বাস্তববাদী কর্কট রাশির ছেলে মেয়েরা। এই রাশির ছেলে মেয়েরা নিজের অনুভূতি প্রকাশ করেন না। এরা চাপা স্বভাবের মানুষ হয়ে থাকেন। এরা নিজের অনুভূতি ব্যক্ত করার পক্ষপাতী নন। রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র।
কন্যা রাশি-
রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির ছেলে মেয়েরা মনের কথা চেপে রাখেন। এরা মনের অভিব্যক্তি প্রকাশে পছন্দ করেন না এরা। মনের যতই কষ্ট থাকুক না কেন, এদের হাসি মুখ সকলকে আকৃষ্ট করেন। জনসমক্ষে এরা সব সময় মনের কথা গোপন করে থাকেন।
তুলা রাশি-
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা নিজের অনুভূতি ব্যক্ত করার পক্ষপাতী নন। মনের কথা চেপে রাখেন এরা। হাজার দুঃখের মাঝেও এরা হাসিমুখ বজায় রাখে। মনের অভিব্যক্তি প্রকাশ করতে চান না তুলা রাশির ছেলে মেয়েরা। শাস্ত্র মতে, এরা আবেগ গোপন রাখতে ওস্তাদ, এই চার রাশির ছেলে মেয়েদের অনুভূতি বোঝা কঠিন।
Post a Comment