প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এরা, ভ্রমণ পিপাসু এই চার রাশি প্রকৃতির ছোঁয়া পেতে চান

 


ODD বাংলা ডেস্ক: বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। এরই প্রভাব পড়ে ব্যক্তি জীবন। সে কারণে সকল চারিত্রিক বৈশিষ্ট্য ও আচরণে রয়েছে বিস্তর তফাত। তেমই তফাত ব্যক্তির পছন্দে। তফাত আছে ব্যক্তির অনুভূতিতে। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এরা, ভ্রমণ পিপাসু এই চার রাশি প্রকৃতির ছোঁয়া পেতে চান। দেখে নিন কোন কোন রাশির ছেলে মেয়েরা এমন প্রকৃতির হয়ে থাকেন।


কুম্ভ রাশি


রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এরা পর্বতারোহণ পছন্দ করেন। এরা সুযোগ পেলেই বিভিন্ন দেখ ঘুরতে যেতে পছন্দ করেন। এরা মানসিক প্রশান্তি পেতে নানা দেশে ঘুরে বেরাতে পছন্দ করেন।


কর্কট রাশি


রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা সৃজনশীল মানসিকতার অধিকারী হন। এরা সম্পর্কের প্রতি যত্নশীন হন। এই রাশির ছেলে মেয়েরাও প্রকৃতির স্নিগ্ধতা অনুভব করতে চান।


মকর রাশি


রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। ভ্রমণ পিপাসু হন এরাও। এই রাশির ছেলে মেয়েরা। বিভিন্ন দেশে ঘুরতে পছন্দ করেন। তেমনই এরা গাছ তৈরি করতে খুবই পছন্দ করেন। বীজ বপন, জল দেওয়া ও বাগান তৈরি করা এদের শখ। এই রাশির ছেলে মেয়েরা শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকেন। এরা


তুলা রাশি


রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা ফুল গাছ তৈরি করতে ও ফুল দিয়ে ঘর সাজাতে খুবই পছন্দ করেন। এরা প্রাকৃতির স্নিগ্ধতা অনুভব করতে চান। এই রাশির ছেলে মেয়েরা একেবারে ভিন্ন স্বভাবের হয়ে থাকেন। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এরা।


আমাদের সকলের মানসিকতা ভিন্ন। কেউ বেশি ইমোশনাল ও বদ মেজাজী স্বভাবের হয়ে থাকেন। তেমনই কেউ কঠিন ও দাম্ভিক। আবেগের দিক থেকে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। এই রাশির কারণে সকলেরই রাশিও ভিন্ন। সে কারণেই কেউ প্রকৃতিকে ভালোবাসে। শাস্ত্র মতে, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এরা। ভ্রমণ পিপাসু এই চার রাশির ছেলে মেয়েদের প্রকৃতির ছোঁয়া পেতে চান এরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.