এদিন চটি-জুতো কিনলে সর্বনাশ ডেকে আনবেন, শনির দশায় ত্রস্ত হবে জীবন!
ODD বাংলা ডেস্ক: বাস্তু শাস্ত্রের নিয়ম পালন করলে ব্যক্তির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়। জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে, যা নির্দিষ্ট দিনে কেনা উচিত। আবার কিছু জিনিস আছে, যা সপ্তাহের কোনও এক দিনে কেনাকাটা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা মান্য না-করলে জীবন নানান সমস্যায় ঘিরে যেতে পার, এমনই মত বাস্তু ও জ্যোতিষ শাস্ত্রের। ব্যক্তি কবে, কোন সময়, কী কেনাকাটা করছে তা সেই ব্যক্তির ভাগ্য ও দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। এমনই একটি নিষেধাজ্ঞা রয়েছে চটি-জুতো কেনার বিষয়ে। শাস্ত্র মতে কোন দিন জুতো-চটি কিনবেন না, জেনে নেওয়া যাক।
কোন দিন জুতো-চটি কিনবেন না
বাস্তু শাস্ত্র অনুযায়ী এমন কিছু জিনিস রয়েছে, যা নির্দিষ্ট দিনে কেনাকাটা করা উচিত নয়। এমনই একটি জিনিস হল জুতো-চটি। আমরা যে কোনও দিন বা তিথিতে জুতো কিনে ফেলি। কিন্তু এমন করে নিজের অজান্তেই সর্বনাশ ডেকে আনছি। বাস্তু শাস্ত্র মতে অমাবস্যা, মঙ্গলবার, শনিবার বা গ্রহণের দিনে জুতো-চটি কেনা উচিত নয়। এই নিয়ম মান্য না-করলে জীবনে সমস্যা বৃদ্ধি পায়।
কেন এই দিনগুলিতে জুতো চটি কিনবেন না?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনি ও পায়ের মধ্য়ে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তাই বয়স্করা শনিবার জুতো বা চটি কিনতে বারণ করতেন। শাস্ত্র মতে শনিবার জুতো-চটি কিনলে ব্যক্তির ওপর শনি দোষ পড়ে। এর ফলে শনি ক্ষুব্ধ হন ও পরিবারে দুঃখ, দারিদ্র্য বৃদ্ধি পায়।
এদিন জুতো কিনবেন বা নতুন জুতো-চটি পরবেন
কোন দিন নতুন জুতো, চটি কিনবেন বা পরবেন সে সম্পর্কেও বাস্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। বাস্তু মতে শুক্রবার নতুন জুতো-চটি কেনা উচিত। আবার এদিনই নতুন জুতো পরাকে শুভ মনে করা হয়।
পুরনো জুতো-চটি ফেলে দিন এ দিন
বাড়িতে কখনও পুরনো বা ছেঁড়া জুতো-চটি রাখতে নেই। এ ধরনের জুতো ফেলে দেওয়াই শ্রেয়। তবে কোন দিন ফেলবেন, সে সম্পর্কেও বাস্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। প্রথা অনুযায়ী শনিবার যে কোনও শনি মন্দিরের বাইরে পুরনো জুতো-চটি রেখে আসবেন। এই উপায় করলে ব্যক্তি শনির দুষ্প্রভাব থেকে মুক্তি পায়।
এখানে ভুলেও রাখবেন না জুতো
বাস্তু শাস্ত্র অনুযায়ী যে বিছানায় ঘুমান তাঁর নীচে ভুলেও চটি-জুতো রাখবেন না। মনে করা হয় এমন করলে যে ব্যক্তি সেই বিছানায় ঘুমায় তাঁর স্বাস্থ্যের ওপর নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এমনকি স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যেও তিক্ততা দেখা যায়।
Post a Comment