বৈষ্ণোদেবীর দর্শনে গেলেন শাহরুখ খান, কিন্তু কেন, জানেন


ODD বাংলা ডেস্ক: রবিবার গভীর রাতে মাতা বৈষ্ণোদেবীতে হাজির হন শাহরুখ খান৷ বন্ধুদের সঙ্গে বৈষ্ণোমাতার দর্শনে হাজির হন বাদশা৷ সাধারণ দর্শনার্থীরা যাতে তাঁকে চিনতে না পারে তাই তিনি কালো সানগ্লাস পরেছিলেন৷ পাশাপাশি মুখে ছিল মাস্ক৷কিন্তু শাহরুখ খান যিনি বলিউড বাদশা তাঁকে মানুষ দূর থেকেও চিনে নিতে পারে৷ তাই লুকিয়ে মাতা বৈষ্ণোদেবীর দর্শনে গেলেও সাধারণ মানুষরা তাঁকে ঠিক চিনে নেয়৷শাহরুখ খানের পরের সিনেমা পাঠান রিলিজ করতে চলেছে সামনের মাসেই সেই মেগা মুভির রিলিজ৷ এদিকে ইতিমধ্যেই ইন্টারনেটে এই সিনেমাকে বয়কট করা নিয়ে ট্রেন্ড শুরু হয়েছে৷ মনে করা হচ্ছে এই বিরোধিতাকে শান্ত করার জন্যেই তিনি মাতা বৈষ্ণোদেবীর দরবারে পৌঁছেছেন৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.