পুস্পা ২ নিয়ে বড় আপডেট! প্রস্তুতি শুরু করে দিলেন অল্লু অর্জুন
ODD বাংলা ডেস্ক: অল্লু অর্জুন আর রশ্মিকা মন্দানা শুরু করে দিলেন পুস্পা ২ -এর প্রস্তুতি৷ দেশের সবচেয়ে বেশি প্রতীক্ষিত ছবি হতে চলেছে পুস্পা ২- এমনটই মনে করা হচ্ছে৷ সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, অল্লু অর্জুন তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এই সিক্যুয়েলের শুটিং শুরু হবে আগামী ১২ ডিসেম্বর হায়রদাবাদে৷ ফলে ছবির পর্দায় আসতে আর বেশি দেরি নেই৷জানা গিয়েছে, কয়েকদিন আগে রাশিয়ার ছিলেন পুস্পা তারকা অল্লু অর্জুন৷ আর সেখান থেকেই ফিরেই তিনি পুস্পা ২-এর জন্য প্রস্তুতি করতে শুরু করেছেন৷ রাশিয়ায় তিনি গিয়েছিলেন পুস্পার প্রমোশনে৷ সেখান থেকে ফিরে আর ছুটি নিচ্ছেন না তিনি, সরাসরি শ্যুটিংয়ে নেমে পড়ছেন তিনি৷ যে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, সেই সূত্র জানিয়েছেন, অল্লু অর্জুন সবসময় সুটকের গুছিয়েই রাখছেন কাজের জন্য৷ তিনি তাঁর কথা রাখতে কোনওরকম ছুটি নিচ্ছেন না৷ শনিবার থেকেই তাঁর প্রস্তুতি শুরু হয়েছে৷
Post a Comment