একাকী সময় কাটানোর চমৎকার কিছু উপায়

 


ODD বাংলা ডেস্ক: একাকীত্ব মানেই যে বিষণ্ণতা নয়। একাকী থেকে সময়টাকে পরিপূর্ণভাবে উপভোগ করলে বরং নিজেকে জানা যায় আরো বেশি করে। নিজের সঙ্গে সময় কাটানো কিংবা নিজেকে ভালোবাসা সর্বোপরি আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক একাকী সময় কাটানোর কিছু চমৎকার উপায় সম্পর্কে- 

>>> ব্যাগ গুছিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ুন। পৃথিবীতে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। এগুলো উপভোগ করুন নিজের মতো। মন ভালো থাকবে।


>>> নিজের রুম সাজানোর জন্য নতুন কোনো পরিকল্পনা করতে পারেন। পাশাপাশি ঘর পরিষ্কার করে ফেলুন। কাজও হবে, সময়টাও কাটবে বেশ।


>>> অনেকদিন হয়তো সময়ের অভাবে পছন্দের লেখকের বই পড়া হচ্ছে না। সময় পেলে এক মগ কফি কিংবা চায়ের সঙ্গে বই নিয়ে বসে যেতে পারেন।


>>> এখন হাতের মুঠোতেই রয়েছে চমৎকার সব মুভি। ওটিটি প্ল্যাটফর্ম থেকে বেছে নিন পছন্দসই ঘরানার কোনো মুভি।


>>> পার্লারে গিয়ে একটা স্পা নিয়ে নিতে পারেন।


>>> রান্নার শখ থাকলে পছন্দের কোনো আইটেম রেঁধে ফেলতে পারেন নিজের জন্য। ইউটিউবের চ্যানেল দেখে নতুন কোনো আইটেমও চেষ্টা করতে পারেন।


>>> শপিংয়ে চলে যেতে পারেন। ঘুরেফিরে পছন্দের কোনো খাবার খেয়ে ফিরুন বাসায়। বেশ কাটবে সময়টা।


>>> শরীরচর্চা বা মেডিটেশন করে কাটাতে পারেন সময়।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.