‘অভিমান’ দিয়ে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ODD বাংলা ডেস্ক: ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ ও জয়া বচ্চন অভিনীত ‘অভিমান’। আর এটিই হতে চলেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি। সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হল এই কথা। এবার চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৫ ডিসেম্বর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নন্দন ১, ২ ও ৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ-সহ কলকাতার ১০টি প্রেক্ষাগৃহে হবে চলচ্চিত্র প্রদর্শনী। মোট ২৩১টি শোয়ের ব্যবস্থা করা হয়েছে। থাকছে ৪২টি দেশের মোট ১৮৩টি ছবি। এর মধ্যে ১৩০টি ফিচার ফিল্ম, ৫২টি শর্ট ফিল্ম ও তথ্যচিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
Post a Comment