অনুব্রতকাণ্ডে নয়া মোড়, এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট


ODD বাংলা ডেস্ক: অনুব্রত মণ্ডলের মামলায় একের পর এক নয়া মোড়। এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একটি মামলা দায়ের করলেন। এই মর্মে বুধবার শুনানি হতে পারে দিল্লি হাইকোর্টে। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি দেওয়া হয়েছে ED-কে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সোমবারই দিল্লির এই বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছিল। অনুব্রতকে যাতে দিল্লি না নিয়ে যেতে হয়, তার জন্য বারবারই সওয়াল করতে দেখা গিয়েছে তাঁর আইনজীবী কপিল সিব্বলকে। এদিকে, নতুন করে একটি পুরনো মামলায় এদিন গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে সাতদিনের পুলিশি হেফাজত দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.