কেন তড়িঘড়ি বিরাটকে বিয়ে করে নিয়েছিলেন অনুষ্কা?
ODD বাংলা ডেস্ক: চলতি বছর ১১ ডিসেম্বর বিয়ের ৫ বছর পূর্ণ হল বিরাট-অনুষ্কার। প্রেমে-আহ্লাদে তাঁদের বন্ধুত্ব এখনও খাঁটি। ইতিমধ্যে ভালবাসার উপহার হয়ে এসে পড়েছে নতুন সদস্য ভামিকাও। দেড় বছরের কন্যাকে নিয়েই ব্যস্ত সময় কাটে বিরুষ্কার।আগে বিয়ে করে কী সুবিধা হল অনুষ্কার? ‘চাকদহ এক্সপ্রেস’-এর প্রচার অনুষ্ঠানে এসে অভিনেত্রী জানান, বিরাটের প্রেমে পড়েছিলেন। তাই করেছেন। তাঁর কথায়, “মেয়েদের বিয়ের বয়স নিয়ে নানা ধারণা লোকের। আমি ২৯ বছরে বিয়ে করেছি। অভিনেত্রীরা সাধারণত আর একটু বেশি বয়সে বিয়ে করেন। কিন্তু আমার তাড়া ছিল, কারণ প্রেমে ছিলাম। এখনও আছি।”
Post a Comment