শহরে অরিজিৎ সিং-এর শো নিয়ে জটিলতা
ODD বাংলা ডেস্ক: নতুন বছরের শুরুতে শহরে অরিজিৎ সিংয়ের শো নিয়ে চর্চা তুঙ্গে। টিকিটের দাম আকাশছোঁয়া হলেও সিংহভাগ টিকিটই ইতিমধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে ওই শো আদৌ হবে কিনা, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্তত হিডকো সূত্রে তেমনই খবর। বিকল্প স্থান হিসাবে মিলনমেলা প্রাঙ্গণ, নিকো পার্ক অথবা অ্যাকোয়াটিকা'র কথা বিবেচনা করা হচ্ছে। যদিও ইকো পার্ক থেকে কেন শো অন্যত্র সরানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি হিডকো'র তরফে। অরিজিতের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শোয়ের জন্যে হিডকো কর্তৃপক্ষকে যে টাকা অগ্রিম দেওয়া হয়েছিল, তা ফেরত দেওয়া হয়েছে। মিলনমেলা অথবা শহরের অন্যত্র শো করার আর্জি জানানো হয়েছে। নিকো পার্ক এবং অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষের সঙ্গে শোয়ের বিষয়ে একপ্রস্থ কথাও বলেছেন উদ্যোক্তারা।
Post a Comment