কুম্ভমেলা নেই, গঙ্গাসাগরে রেকর্ড সংখ্যক ভিড়ের সম্ভাবনা, স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর উদ্যোগ
ODD বাংলা ডেস্ক: এ বার কুম্ভমেলা নেই। তাই এ বার পৌষ সংক্রান্তির পূণ্যতিথিতে রেকর্ড সংখ্যায় মানুষ পূণ্যস্নান করবেন গঙ্গাসাগরে, মনে করছে রাজ্য প্রশাসন। তাই মেলা শুরুর দিন কুড়ি আগেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে। কারণ ২০২১ সালে করোনা সংক্রমণের কারণে সেভাবে মেলার আয়োজন করা যায়নি। কিন্তু ২০২২ সালে ধীর গতিতে ছন্দে ফিরতে শুরু করেছিল সাগরদ্বীপের এই আদি মেলা। কিন্তু সেই দু’বছরের খরা কাটিয়ে এ বার রেকর্ড ভিড় হতে পারে বলেই মনে করছে নবান্ন। কারণ, অন্যবার কুম্ভমেলা থাকলে বহু পূণ্যার্থী গঙ্গাসাগরের বদলে এলাহাবাদকেই বেছে নেন পুন্যস্নানের জন্য। কিন্তু এ বার তেমন বিকল্প থাকছে না। সে কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।
Post a Comment