বিবাহিত জীবনে ধর্ষণের শিকার, গার্হস্থ্য হিংসায় জেরবার বাঁধন
ODD বাংলা ডেস্ক: ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েবসিরিজের মুসকান জাবেরি চরিত্রে এপার বাংলায় পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কান ফিল্ম ফেস্টিভালে প্রশংসিত হয় তাঁর ছবি রেহানা মরিয়াম নুর। ২০১০ সালে সিনেমায় পা রাখেন অভিনেত্রী। মেডিক্যাল সায়েন্সের ছাত্রী ছিলেন বাঁধন। পারিবারিক নানা সমস্যার মধ্যে দিয়েই নিজের পড়াশোনা চালাচ্ছিলেন তিনি। এরই মাঝে বিয়ে করলেও সেই বিয়েও সুখের হয়নি বাঁধনের। গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়েছিল তাঁকে। বিবাহিত জীবনে গার্হস্থ্য হিংসা থেকে বৈবাহিক ধর্ষণ, স্বামীর কাছে চূড়ান্ত অত্যাচারিত হতে হয়েছিল বাঁধনকে। একবার এক সাক্ষাৎকারে তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন অভিনেত্রী। ২০১০ সালে বিয়ে করেন নায়িকা কিন্তু সেই বিয়ে ভেঙে যায় ২০১৪ সালে। বাঁধনের একমাত্র মেয়ে সায়রা। সেই তাঁর দুনিয়া। মেয়ের জন্য অনেক কিছুই মুখে বুজে সহ্য করে নিয়েছিলেন তিনি। তবে বিচ্ছেদের সময় বাঁধনের স্বামী তাঁর বিরুদ্ধে চরিত্রহীনতা এবং প্রতারণার অভিযোগ করেছিলেন।অন্যদিকে নায়িকার দাবি ছিল তার স্বামীই তাকে মারধর করতেন এবং অত্যাচার করতেন। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি।
Post a Comment