সংবিধান বাঁচাতে মোদীকে হত্যার ডাক দিয়ে অবশেষে পুলিশের জালে সেই কংগ্রেস নেতা
ODD বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে পুলিশের জালে মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। মঙ্গলবার ভোরে পাতেরিয়াকে তাঁর পান্নার বাড়ি থেকে পুলিশ আটক করে নিয়ে যায়। এর পর তাঁকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এদিকে, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছে। পাতেরিয়া বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। যদিও কংগ্রেস তাঁকে শোকজ করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্য করে পাতেরিয়াকে বলতে শোনা যায়, ‘মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকুন। রাজনৈতিকভাবে ওঁকে পরাজিত করার অর্থে এই হত্যা করতে বলছি।’ পান্না জেলার পাওয়াই শহরের দলীয় সভায় পাতেরিয়ার অভিযোগ, ‘মোদীজি নির্বাচন প্রক্রিয়া শেষ করবেন। জাত, ধর্ম, ভাষার ভিত্তিতে সমাজকে বিভাজন করবেন। দলিত আদিবাসী এবং সংখ্যালঘুদের জীবন বিপদের মধ্যে রয়েছে। যদি সংবিধান বাঁচাতে চাও তাহলে মোদীকে হত্যা করার জন্য প্রস্তুত হও।’
Post a Comment