রান্না ছাড়াও লবণের একাধিক দুর্দান্ত ব্যবহার
ODD বাংলা ডেস্ক: লবণের স্বাদ মুখে না গেলে খাবারের স্বাদ বুঝা যায় না। প্রধানত খাবারে স্বাদ বাড়ানোর জন্য লবণ ব্যবহার করা হয়। খাবারের অন্যতম উপাদান হলো লবণ। রোজকার যতো স্বাদের রান্নাই হোক না কেনো লবণের একটু এদিক-ওদিক হলেই সে খাবার বিস্বাদ হতে সময় লাগে না। তবে আজ রান্নায় নয়, লবণের অজানা কিছু ব্যবহার সম্পর্কে জানবো-
>>> এক চামচ লবণ জলে মিশিয়ে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা নাকে দিন। বন্ধ নাক খুলে যাবে।
>>> মশা কামড়ালে জ্বালা কেমন, সেটার আর ব্যাখ্যার প্রয়োজন নেই। কেউ কেউ তো বেশি চুলকাতে গিয়ে ক্ষতই সৃষ্টি করে ফেলেন। এক্ষেত্রে লবণের সঙ্গে সামান্য পরিমাণে জল মিলিয়ে ত্বকে ঘষুন, জ্বালা কমে যাবে।
>>> স্নানের সময় হাতে সামান্য লবণ নিয়ে আলতো করে স্ক্রাব করুন। এতে মরা চামড়া ওঠে আসবে ও ত্বকে রক্ত সঞ্চালনও বাড়বে।
>>> তামা বা পিতলের তৈজসপত্র ময়লা হলে দেখতে ভালো লাগে না। লবণের সঙ্গে লেবুর রস মিশিয়ে তামা বা পিতলের জিনিসপত্র মেজে নিন, ঝাঁ চকচকে হয়ে উঠবে। লবণের সঙ্গে ভিনেগার এবং ময়দাও মিশিয়ে নিতে পারেন।
>>> নষ্ট ডিম বের করতে ওস্তাদ লবণ। এক গ্লাস জলে দুই টেবিল চামচ লবণ গুলিয়ে নিন। এই লবণখোলা জলে ভালো ডিমগুলো ডুবে যাবে। কিন্তু নষ্ট ডিম ভেসে থাকবে। এছাড়া কড়াই বা প্যানে কিছু ভাজার জন্য তেল ঢাললে অনেক সময় ছিটে আসে। গরম কড়াই বা প্যানে তেল ঢালার আগে একটুখানি লবণ ছিটিয়ে দিন, তেল ছিটে আসবে না।
>>> চোখের ফোলাভাব দূর করতে বিউটিশিয়ানের কাছে যেতে হবে না। বাড়িতে সহজেই কাজটি সারতে পারেন। এক কাপ ঊষ্ণ জলে আধা টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। এই জলে একটি নরম কাপড় ভিজিয়ে তা চোখের ওপর দিয়ে রাখুন। ফোলাভাব চলে যাবে।
>>> মোমবাতি জ্বললে মোম গলবে এবং মোমও গলে পড়বে। এ কারণে মোমদানি বা টেবিল নষ্ট হওয়ার ঝামেলাও থেকে যায়। মোম জ্বালানোর আগে লবণ-জলে মোমটা চুবিয়ে নিন। তারপর মোমটা শুকিয়ে জ্বালান। মোম আর গলে গলে পড়বে না।
>>> জুতার গন্ধ ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার। তাই ছোট একটা কাগজে লবণ ভরে জুতার ভেতরে রেখে দিন। অথবা লবণ ছিটিয়েও দিতে পারেন জুতার ভেতরে। গন্ধ দূর হবে।
>>> শক্ত দাঁত গঠনে লবণের উপকারিতার কথা অনেকেই জানেন। এখন অনেক টুথপেস্টে লবণ রয়েছে বলে বিজ্ঞাপন প্রচারিত হয়। সামান্য পরিমাণ সরিষার তেলে লবণ মিশিয়ে তা দাঁতে ঘষুন। এতে দাঁতের রোগ দূরে থাকবে। দাঁতের স্বাস্থ্যে এ টিপস বেশ কাজে লাগবে।
>>> পিঁপড়ার দৌরাত্ম্য বেড়ে গেছে? চার চামচ জলের সঙ্গে এক চামচ লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করুন। সেই দ্রবণ ছিটিয়ে দিন পিঁপড়ার আস্তানায় বা যেসব জায়গায় পিঁপড়ার উৎপাত বেশি। শুধু লবণ ছিটিয়ে দিলেও উপকার পাবেন।
Post a Comment