সাদা জারকনে চমকাবে আপনার ভাগ্য! কোন রাশির জাতকরা ধারণ করলে পাবেন শুক্রের আশীর্বাদ? জানুন

 


ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্রে ৯টি গ্রহের বর্ণনা পাওয়া যায় এবং এই প্রতিটি গ্রহ মানুষের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। এই গ্রহগুলি কখনও শুভ আবার কখনও অশুভ প্রভাব বিস্তার করে। গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য রত্ন, মন্ত্র ও যন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এখানে এমনই একটি রত্ন সম্পর্কে জানানো হল যা ব্যবহার করে একটি গ্রহের অশুভ প্রভাব কম করা যায়।


রত্নশাস্ত্রে সাদা জারকন পাথরকে উপরত্ন হিসেবে গণ্য করা হয় এবং এটি শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে বিলাসিতা, ভৌতিক সুখ, ধন ও বৈভবের কারক মনে করা হয়। যে ব্যক্তির কোষ্ঠীতে শুক্র মজবুত থাকে, তাঁরা সুখ ও বিলাসিতায় জীবন কাটান। এমন ব্যক্তির জীবনে কখনও কোনও অভাব থাকে না। কিন্তু অশুভ শুক্র ব্যক্তির জীবনে দারিদ্র্য, অভাবের জন্ম দেয়। এর ফলে দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয়। সাদা জারকন ধারণের লাভ ও কারা এই রত্ন ধারণ করতে পারেন জেনে নেওয়া যাক।


সাদা জারকন উপরত্ন


হিরের মতো দেখতে হয় এই রত্নটি। তবে এটি মানব নির্মিত এবং এটি এক ধরনের কাঁচ। খুব সস্তায় এটি বাজারে পাওয়া যায়। সাদা জারকনের মধ্যে উৎকৃষ্টতম হল আমেরিকান ডায়মন্ড। এর ফলাফলও খুব ভালো।


কারা এই রত্ন ধারণ করতে পারেন?


রত্ন শাস্ত্র অনুযায়ী তুলা ও বৃষ রাশির জাতকরা এই উপরত্নটি ধারণ করতে পারেন। কারণ এই দুটি শুক্রের রাশি। এ ছাড়াও মকর, কুম্ভ, মিথুন ও কন্যা রাশির জাতকরাও এই উপরত্ন ধারণ করতে পারেন। পাশাপাশি কোষ্ঠীতে শুক্র দুর্বল থাকলেও সাদা দারকন ধারণ করা যায়। জারকণের সঙ্গে মাণিক্য, মুক্ত, পোখরাজ রত্ন ধারণ করবেন না। তা না-হলে লাভের পরিবর্তে লোকসান হতে পারে।


সাদা জারকন ধারণের লাভ


রত্ন শাস্ত্র মতে সাদা জারকন ধারণ করলে দাম্পত্য জীবনে আগত সমস্যা দূর হতে পারে। পাশাপাশি যে জাতকরা ফিল্ম লাইন, ফ্যাশান ডিজাইনিং, শিল্পকলা, মিডিয়া লাইন বা অভিনয়ের সঙ্গে জড়িত, তাঁরাও এই রত্ন ধারণ করলে উন্নতি করতে পারবেন। এই রত্ন ধারণ করলে ব্যক্তির আকর্ষণ ক্ষমতা বিকশিত হয়। হিরের মতোই এই রত্নটিকেও ধারণ করা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.