মোদী-শাহ’র উপস্থিতিতে শপথগ্রহণ ভূপেন্দ্রর , নিলেন ২০০ সাধুর আশীর্বাদ
ODD বাংলা ডেস্ক: সোমবার দ্বিতীয়বার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও উপস্থিত ২০০ জন সাধুর আশীর্বাদ গ্রহণ করেন গুজরাটের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।গত সেপ্টেম্বর মাসে বিজয় রুপানিকে সরিয়ে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী করা হয়েছিল ভূপেন্দ্র প্যাটেলকে। ফলে গুজরাটের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও ভূপেন্দ্র আদতে গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যপাল আচার্য বেদব্রত শপথবাক্য পাঠ করান ভূপেন্দ্রকে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন ভূপেন্দ্র প্যটেল মন্ত্রীসভার ১৬ জন মন্ত্রী। এদের অধিকাংশই বিগত মন্ত্রীসভাতেও ছিলেন।
Post a Comment