শরদ পওয়ারকে খুনের হুমকি দিয়ে বিহার থেকে ধৃত মানসিক ভারসাম্যহীন!


ODD বাংলা ডেস্ক: এনসিপি প্রধান শরদ পওয়ারকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগে বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এমনই জানিয়েছে মুম্বই পুলিশ।বিহার থেকে নারায়ণকুমার সোনি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তিনিই পওয়ারের মুম্বইয়ের বাসভবন ‘সিলভার ওক’-এ ফোন করে গুলি করে মারার হুমকি দেন। তিনি কথা বলছিলেন হিন্দিতে। বুধবারই তাঁকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।পুলিশ জানিয়েছে, ধৃত নারায়ণ মানসিক ভারসাম্যহীন। গত ১০ বছর ধরে তিনি পুণের বাসিন্দা। জানা গিয়েছে, নারায়ণের স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। তখন শরদ পওয়ারের কাছে গিয়ে নালিশ জানিয়েছিলেন নারায়ণ। কিন্তু পওয়ার তাঁকে পাত্তা দেননি বলে অভিযোগ। তার পর থেকেই পওয়ারের উপর রাগ ছিল নারায়ণের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.