রাজ্যে উদ্ধার বিপুল গুলি-বোমা, ‘মুখ্যমন্ত্রীর কনভয়ে তল্লাশি হোক’, বিস্ফোরক সৌমিত্র
ODD বাংলা ডেস্ক:আগামী বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার বোমা, গুলি এবং অস্ত্রশস্ত্র। আগ্নেয়াস্ত্র উদ্ধারকে হাতিয়ার করে রাজ্য প্রশাসনকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করে বিস্ফোরক বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়েও তল্লাশি চালানোর দাবি জানালেন তিনি।বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “বাংলার মন্ত্রীদের গাড়ি পরীক্ষা করা হোক। কারণ, মুখ্যমন্ত্রীর কনভয় যেখানে যাচ্ছে সেখানে বেশি করে বোমা পাওয়া যাচ্ছে। গুলি পাওয়া যাচ্ছে। ভিআইপি গাড়ি পরীক্ষা করা হোক। আমার মনে হয় নিঃসন্দেহে মন্ত্রীরা এগুলো সরবরাহ করছে। তাই পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এত বোমা, গুলি পাওয়া যাচ্ছে। তাদের জীবিকা বোমা, অস্ত্র সরবরাহ করা। পশ্চিমবঙ্গ সরকারের এটাই কাজ। মন্ত্রীদের এটাই কাজ।” সৌমিত্র খাঁ’র বিস্ফোরক দাবি নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর আলোচনা। চলছে শাসক-বিরোধী জোর তরজা।
Post a Comment