ব্যথা কমাতে আগুন জ্বালানো হচ্ছে রোগীর শরীরে

ODD বাংলা ডেস্ক: ব্যথায় কাতরাচ্ছেন এক ব্যক্তি। অবশেষে তিনি আগুন স্পা দ্বারা তার ব্যথা সারাতে সক্ষম হলেন। এজন্য তিনি মিশরীয় ফায়ারি টাওয়েল স্পা প্রয়োগ করেছেন। মো: আল শায়ের নামক ওই ব্যক্তির মতে, এখন তিনি ১০০ ভাগ ব্যথামুক্ত।

প্রাচীন মিশরে ফারাওরা আগুন স্পা চিকিৎসা দ্বারা যেকোনো ব্যথা থেকে নিস্তার পেতেন। এই আগুন থেরাপি বিষয়ে অভিজ্ঞ এক ব্যক্তি হলেন আব্দেল রেহিম সাঈদ (৩৫)। তিনি মিশরীয় এই চিকিৎসা পদ্ধতির উপর প্রশিক্ষণ নিয়েছেন।

কীভাবে এই উপায়ে ব্যথা সারানো হয়? জানালেন সাঈদ, প্রথমে ব্যথায় আক্রান্ত স্থানটিতে পর্যাপ্ত তেল ও ক্যামোমাইল দ্বারা মালিশ করা হয়। এতে শরীরের রক্ত চলাচল বেড়ে যায়।

এরপর ব্যথার স্থানে তোয়ালে বিছিয়ে তার উপর অ্যালকোহল ঢেলে দেয়া হয়। এবার আগুন দেয়ার পালা। এক মিনিট পর্যন্ত এই উপায়ে আগুন জ্বলতে থাকে। সাঈদ জানান, এই স্পা’র ফলে আগুন ত্বকের সব পানি শুষে নেয়।

মানুষের শরীরের সঙ্গে আমার বেশ যোগাযোগ রয়েছে। তবে আমি উচ্চ রক্তচাপ, কিডনির রোগে আক্রান্তদের এই স্পা করতে নিষেধ করি। সাঈদ ‘ফায়ারি টাওয়েল’ স্পা পদ্ধতির উপর প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি মিশরের বিভিন্ন স্পা থেকে সার্টিফিকেট গ্রহণ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.