দুবাই পুলিশের জালে উরফি জাভেদ! বাতিল দেশে ফেরার টিকিট?


ODD বাংলা ডেস্ক:দুবাই পুলিশের হাতে আটক উরফি জাভেদ। কী এমন করেছেন তিনি যার ফলে থানাপুলিশ পর্যন্ত গড়াল গোটা ঘটনা? বেশ কিছু দিন ধরেই দুবাইতে রয়েছেন উরফি। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতেই মরুদেশে পাড়ি দিয়েছেন তিনি। সেখানে কখনও সমুদ্রসৈকতে দেখা গিয়েছে। কখনও আবার নিশিযাপনের নানা ভিডিয়ো পোস্ট করেছেন। সোমবারই জানা যায়, দুবাইতে গিয়ে উরফির অসুস্থতার কথা। এ বার নাকি পুলিশের কবলে পড়লেন উরফি। নিজের বানানো একটি পোশাক পরে রিল ভিডিয়ো শুট করছিলেন। তাতেই আপত্তি জানায় পুলিশ। আপত্তির কারণ শুধুই উরফির পোশাক নয়। যে জায়গায় ওই ভিডিয়ো শুট করা হচ্ছিল সেটি সর্বসাধারণের ব্যবহারের জায়গা। সেখানে ওই পোশাক পরার অনুমতি নেই। সেই কারণে তাঁকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, ভারতে ফেরার টিকিট বাতিল হতে পারে উরফির।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.