জনসমক্ষে থুতু ফেললেই ৫ হাজার টাকা জরিমানা!

ODD বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে জনসমক্ষে থুথু ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ তা অমান্য করলে এখন থেকে জরিমানা গুনতে হবে ৫ হাজার টাকার বেশি। দেশটির রাজধানী মাস্কাটের কর্তৃপক্ষ সম্প্রতি এ ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে মাস্কাট পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে জনসমক্ষে থুথু ফেলার বিষয়টিকে স্থানীয় আইনের অবমাননা বলে বিবেচনা করা হবে এবং এ আইন অবমাননাকারীকে ২০ রিয়াল জরিমানা দিতে হবে। 

মাস্কাট পৌর কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কেবল থুথু ফেলাই নয়, যে বা যারা শহরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবে তাদেরও অপরাধী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের কাছ থেকে ১০০ রিয়াল জরিমানা আদায় করা হবে। একই কাজ আবারও করলে জরিমানা হবে দ্বিগুণ। 

মাস্কাট পৌর কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, জনসমক্ষে থুথু ফেলা কিংবা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার মতো নেতিবাচক কাজ শহরের সামগ্রিক ইমেজের ওপর প্রভাব ফেলে। একইসঙ্গে জনস্বাস্থ্যের জন্যও এমন আচরণ খুবই ক্ষতিকর। কারণ, একজনের ফেলা থুথু থেকে জীবাণু বাতাস এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে খুব দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.