আঙুরের সঙ্গে মিশে আছে মার্বেল, পারলে ১১ সেকেন্ডে খুঁজে বের করুন
ODD বাংলা ডেস্ক: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন এমন এক বিষয় যা দেখার আঙ্গিক বদলে দিতে পারে। যা দেখা যাচ্ছে তা আসলে নেই, অথবা যা রয়েছে তা দেখাই যাচ্ছে না- এমন বিভ্রম তৈরি করতে পারে এ ধরনের ছবি বা দৃশ্য।
গবেষণা বলছে এই অপটিক্যাল ইলিউশন শারীরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয়- তিন রকমের বিভ্রম তৈরি করতে পারে। অপটিক্যাল ইলিউশন ছবিগুলোও মনোবিশ্লেষণের ক্ষেত্রের বড় ভূমিকা তৈরি করতে পারে। এ থেকে বোঝা যেতে পারে কোনো ব্যক্তি কীভাবে ঐ ছবিগুলো উপলব্ধি করছেন।
এই ছবিটিও তেমনই একটি দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবি। এই ছবিতে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ১১ সেকেন্ডের মধ্যে কাচের মার্বেল খুঁজে বের করার। ভাইরাল হওয়া ছবিটিতে একটি টেবলের দৃশ্য দেখা যাচ্ছে। যেখানে দুইটি পেয়ালা রয়েছে, একটিতে ভরা রয়েছে সাদা এবং অন্যটিতে লাল ওয়াইন। তার পিছনে রাখা রয়েছে একটি ছোট্ট ব্যারল। আর রেকাবিকে রাখা রয়েছে কালো ও সবুজ আঙুর।
কিন্তু সবই আঙুর নয়। দুইরকমের আঙুরের মধ্যে মধ্যে লুকিয়ে রয়েছে একটি কাচের মার্বেল। ১১ সেকেন্ডের মধ্যে সেই মার্বেলটি খুঁজে বের করাই চ্যালেঞ্জ।
ক্ষুরধার বুদ্ধি এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরাই শুধু পারেন এই সমস্যার সমাধান করতে। নানা বয়সের মানুষ এই ধরনের দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবির ধাঁধা সমাধান করতে পছন্দ করেন। এ ধরনের ধাঁধা সমাধান করার মাধ্যমে মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি করতে পারে।
মাত্র ১১ সেকেন্ডের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারলে বুঝতেই হবে বুদ্ধির জোর আছে। প্রাথমিক ভাবে কাজটা খুব কঠিন বলে মনে হলেও অসম্ভব নয়। খুব ভালো ভাবে লক্ষ্য করলেই দেখা যাবে মার্বেলটিকে। রেকাবির উপর ঠিক যেখানে সবুজ আঙুরগুলো কালো আঙুরগুলোকে স্পর্শ করছে সেখানেই লুকিয়ে রয়েছে কাচের মার্বেলটি।
Post a Comment