গুরু গোবিন্দ সিংয়ের সন্তানদের ধর্ম পরিবর্তনের চেষ্টা করেছিলেন ঔরঙ্গজেব: নমো

ODD বাংলা ডেস্ক: সোমবার দিল্লির ধ্যান চাঁদ স্টেডিয়ামে বীর বাল দিবসের (Veer Bal Diwas) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেখানে তিনি শিখ গুরু গোবিন্দ সিং, তাঁর দুই সন্তান অর্থাৎ সাহেবজাদা এবং মাতা গুজরি জির কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, “ঔরঙ্গজেবের সন্ত্রাসের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন গুরু গোবিন্দ সিং। ঔরঙ্গজেব এবং তাঁর পারিষদরা জোর করে গুরু গোবিন্দ সিংয়ের সন্তানদের ধর্মান্তরিত করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সেটা না হওয়ায় তরবারি ব্যবহার করেছিলেন তাঁরা।” মোদী বলেন, ভারতকে বদলে দেওয়ার অভিসন্ধি ছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের। তাঁর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিলেন গুরু গোবিন্দ সিং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.