মা হতে চলেছেন অভিনেত্রী গওহর খান! নিজেই দিলেন সুখবর
ODD বাংলা ডেস্ক: আলিয়া ভাট ও বিপাশা বসুর পর এবার 'গুড নিউজ' শোনালেন অভিনেত্রী গহওর খান। সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে সুখবর দিলেন অভিনেত্রী। দুই থেকে তিন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত গহওর ও তাঁর স্বামী জায়েদ দরবার। গওহর খানের মা হওয়ার খবর সোশাল মিডিয়ায় শেয়ার করতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন থেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা। ২০২০-এর ডিসেম্বরে জায়েদের সঙ্গে ঘর বেঁধেছিলেন গহওর। প্রায় ছয় থেকে সাত মাস প্রেম করার পর বিবাহিত জীবন শুরু করেন গহওর। বছর শেষের মুখে জীবনে আসে আরও এক খুশির মুহূর্ত। মিউজিশিয়ান ইসমাইল দরবারের ছেলে জেয়েদের সঙ্গে সুখের সংসার গহওরের। লকডাউনেই গওহর-জায়েদের প্রেম জমে ওঠে। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
Post a Comment