পুলওয়ামা হামলার বদলা! কাশ্মীরে জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার
ODD বাংলা ডেস্ক: ইজরায়েলের কায়দায় জম্মু-কাশ্মীরে এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন। বুলডোজারের বিপুল চাপে পুলওয়ামা হামলায় জড়িত আশিক নেঙ্গরো নামের এক জেহাদির আস্তানা মিশে গেল মাটিতে। শনিবার পুলওয়ামার এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পুলওয়ামার রাজপোরা এলাকার নিউ কলোনিতে সন্ত্রাসবাদী আশিক নেঙ্গরোর একটি বাড়ি রয়েছে। প্রশাসন সূত্রে খবর, বাড়িটি সরকারি জমির উপর তৈরি। তাই সেটিকে ভাঙে দেওয়া হয়েছে। বলে রাখা ভাল, ভারত সরকারের ‘সন্ত্রাসবাদী তালিকা’য় নাম রয়েছে কাশ্মীরের বাসিন্দা আশিক নেঙ্গরোর। একাধিক সন্ত্রাসবাদী হামলায় জড়িত রয়েছে ওই জঙ্গি। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় হাত রয়েছে জইশ-ই-মহম্মদের সদস্য আশিক নেঙ্গরোর। বলে রাখা ভাল, জঙ্গিযোগের অভিযোগে মাঝেমধ্যেই প্যালেস্টাইনে বাড়িঘর গুঁড়িয়ে দেয় ইজরায়েলের সেনাবাহিনী।উল্লেখ্য, আগামী বছর কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ফলে কাশ্মীরে জোরকদমে জঙ্গিদমন অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। সেই জঙ্গিদমন অভিযানের অংশ হিসাবেই গত সেপ্টেম্বর ও চলতি মাসে বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করেছে ফৌজ। কিন্তু উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যেতে সীমান্তের ওপার থেকে জেহাদিদের পাঠাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। বিশ্লেষকদের মতে, কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরাতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। তাই পাক মদতপুষ্ট জঙ্গিদের যে রেয়াত করা হবে না, সেই বার্তাই দিল কেন্দ্র।
Post a Comment