কেষ্টর দিল্লি যাত্রা পিছোল, ইডির মামলায় শুনানি শেষে স্থগিত রায়দান

ODD বাংলা ডেস্ক: গরু পাচার মামলায় জেরার জন্য ইডি কি আদৌ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে? তার নিষ্পত্তি হল না শনিবারও। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হল। সোমবার ফের আরেক দফা শুনানি। ওইদিন রায়দানের সম্ভাবনা। তার আগে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে না, তা নিশ্চিত।তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, তাঁকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে সায়গল হোসেন তিহাড় জেলে বন্দি। তিনি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন। তাই দু’জনের মুখোমুখি জেরা প্রয়োজন বলে মনে করছে ইডি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.