ভয় ধরাচ্ছে চিন-আমেরিকা, করোনার সিঁদুরে মেঘ দেখে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের
ODD বাংলা ডেস্ক: চিন, জাপান, ব্রাজিলে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে সুরক্ষা আঁটোসাঁটো করতে তৎপর ভারত সরকারও। নতুন কোনও ভ্যারিয়্যান্ট অজান্তেই চোখ রাঙাচ্ছে না তো? তা জানার জন্য এবার কোভিড পজিটিভ নমুনাগুলির জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG)-এ পরীক্ষা করানোর মাধ্যমে কোভিড ভ্যারিয়্য়ান্টগুলির উপর নজরদারি চালাতে চায়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে দেওয়া একটি চিঠিতে বলেছেন, "সমস্ত রাজ্যগুলিকে অনুরোধ করা হচ্ছে কোভিড পজিটিভ নমুনাগুলি জিনোম পরীক্ষার জন্য INSACOG-এ পাঠাতে।” প্রতিদিন পজিটিভ নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠিয়ে রাজ্য এবং ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে তথ্য রাখার কথা বলা হয়েছে।
Post a Comment