৭ না ৮ ডিসেম্বর, কবে অগ্রহায়ণ পূর্ণিমা? জানুন সঠিক তারিখ
ODD বাংলা ডেস্ক: হিন্দু শাস্ত্রে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে দান, স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পাশাপাশি এই মাসটি কৃষ্ণ ও বিষ্ণুকে সমর্পিত। এর পাশাপাশি মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ত্রিপুর সুন্দরী জয়ন্তী পালিত হয়। তবে চলতি বছর অগ্রহায়ণ পূর্ণিমা কবে পালিত হবে, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ৭ তারিখ না ৮ তারিখ কবে পূর্ণিমা ও এই তিথির মাহাত্ম্য কী জেনে নেওয়া যাক।
মার্গশীর্ষ পূর্ণিমা তিথি ও শুভক্ষণ
চলতি বছর অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ৭ ডিসেম্বর সকাল ৮টা ২ মিনিট থেকে। ৮ ডিসেম্বর ৯টা ৩৬ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে। এ কারণে মার্গশীর্ষ মাসের পূর্ণিমা ৭ ডিসেম্বর পালিত হবে। অন্য দিকে স্নান-দানের পূর্ণিমা বৃহস্পতিবার পালিত হতে চলেছে। এ ছাড়াও উপবাসের দিনে দরিদ্র ও ব্রাহ্মণদের ভোজন করান ও দান-দক্ষিণা করুন।
মার্গশীর্ষ পূর্ণিমার মাহাত্ম্য
এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করুন। পাশাপাশি এদিন বিষ্ণুর পুজো করলে বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। আবার এদিন গঙ্গায় স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পূর্ণিমার দিনে চন্দ্র পূর্ণত্বের পরিস্থিতিতে থাকে। মার্গশীর্ষ পূর্ণিমাকে মোক্ষদায়ী পূর্ণিমা বলা হয়। অন্যান্য পূর্ণিমার পরিবর্তে অগ্রহায়ণ পূর্ণিমায় দান-স্নান করলে ৩২ গুণ অধিক ফল পাওয়া যায়। তাই একে বত্তিসি পূর্ণিমা বলা হয়ে থাকে।
মার্গশীর্ষ পূর্ণিমা পুজোর নিয়ম
পূর্ণিমা তিথিতে তাড়াতাড়ি উঠে স্নান করুন। তার পর পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ধারণ করে পুজোয় বসুন। এর পর ব্রতর সংকল্প করুন। পাশাপাশি ঠাকুরঘরে বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। এর পর ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। তার পর বিষ্ণুকে হলুদ চন্দন লাগান। এর পর ওম নমো নারায়ণ উচ্চারণ করে শ্রী হরির আহ্বান করুন। তার পর বিষ্ণুকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন। শেষে আরতী করে প্রসাদ বিতরণ করুন।
পূর্ণিমা তিথিতে ভুলেও করবেন না এই কাজ
১. পূর্ণিমার দিন সকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয়ের আগে স্নান করুন।
২. কোনও পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারেন।
৩. শ্রদ্ধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিষ্ঠার সঙ্গে এই উপবাস করলে তা ফলদায়ী হয়।
৪. এদিন দরিদ্র, অসহায়দের দান-পুণ্য করা শুভ।
৫. পূর্ণিমায় পেঁয়াজ, রসুন, আমিষ খেতে নেই।
৬. পূর্ণিমার উপবাস করলে দুপুরবেলা ঘুমাবেন না।
৭. কোনও যোগ্য ব্রাহ্মণকে খাবার খাওয়ান ও প্রয়োজনীয় বস্তু দান করুন।
Post a Comment