১৩-২১ লাখ মানুষের মৃত্যু হতে পারে চিনে, করোনা নিয়ে সতর্কবার্তা গবেষকদের
ODD বাংলা ডেস্ক: সুনামির মতো করোনার ঢেউ আছড়ে পড়েছে চিনে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতি চলতে থাকলে ১৩ থেকে ২১ লাখ মানুষের মৃত্যু হতে পারে চিনে। এমনই আগাম সতর্কবার্তা দিল লন্ডনের একটি গবেষণা সংস্থা। শুধু তাই নয়, ফের চিন থেকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ ছড়াতে পারে বলেও জানিয়েছেন তাঁরা। গবেষকদের কথায়, “চলতি বছরের ফেব্রুয়ারিতে কোভিডের এই ধরনের ঢেউ দেখা গিয়েছিল হংকংয়ে। তবে সেখানে মৃতের সংখ্যা খুব বেশি হয়নি। কারণ, হংকংবাসীদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। যা চিনের নাগরিকদের মধ্যে এখনও তৈরি হয়নি।” এছাড়া চিনের তৈরি দু’টি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। “ওমিক্রন বা তার সাব ভ্যারিয়্যান্টের ক্ষেত্রে বেজিংয়ের তৈরি ভ্যাকসিন কোনও কাজই করেনি। ফলে এই ভ্যাকসিনগুলি নিয়ে সন্দেহ দানা বাঁধছে।” জানিয়েছে লন্ডনের গবেষণা সংস্থা।
Post a Comment