চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ কাউন্সিলরদের; প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
ODD বাংলা ডেস্ক: "সমাজবিরোধীদের দিয়ে হুমকি দিচ্ছেন, ঘেরাও করার চেষ্টা করছেন!" এবার চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ খড়গপুরের কাউন্সিলরদের।কিছু মহিলা ও সমাজবিরোধীদের দিয়ে হুমকি দিচ্ছেন, আমাদের বাড়ি ঘেরাও করার চেষ্টা হচ্ছে গত দু'তিন দিন ধরে। ইতিমধ্যে, বুধবার সকালে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পি. প্রভাবতীর বাড়ি প্রায় দুই তিন ঘন্টা ঘেরাও করে রাখা হয়েছিল। আমরা প্রাণহানির আশঙ্কায় ভুগছি! এই সবকিছুর জন্য দায়ী পৌরপিতা প্রদীপ সরকার’। বুধবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানায় এমনই বিস্ফোরক অভিযোগ জমা পড়ল খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে। আর তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেন তাঁর দল তৃণমূলেরই ১৫ জন কাউন্সিলর। অভিযোগ পত্রে সই না করলেও অথবা বুধবার সন্ধ্যায় পৌঁছতে না পারলেও, আরও তিন জন কাউন্সিলরের সমর্থন আছে এই ঘটনায় এমনটাই জানা গিয়েছে।
Post a Comment