ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্দৌস’, বৃহস্পতি সকালে আসবে ঊপকূলের কাছে, জানাল মৌসম ভবন

ODD বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, জানিয়েছে ভারতীয় মৌসম ভবন। ওই ঘূর্ণিঝড়ের নাম হল - মান্দৌস। এই নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী বুধবার সকালে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেেশের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে।আপাতত ল্যান্ডফলের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। মঙ্গলবার সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হবে। সেইমতো সম্ভাব্য ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, কোথায় কত প্রভাব পড়বে, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হতে পারে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.