শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্দৌস’, জারি ভারী বৃষ্টির সতর্কতা


ODD বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্দৌস’ ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মৌসম ভবন। চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। সেটি ক্রমে আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে বয়ে যাবে। তার পর সেটি ৯ ডিসেম্বর মাঝরাতে পুদুচেরি এবং শ্রীহরিকোটার মাঝে সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। বৃহস্পতিবার সকালে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে অগ্রসর হবে, ততই বৃষ্টির পরিমাণ বাড়বে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। ইতিমধ্যেই সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করেছে। চেন্নাই-সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় এর প্রভাবে আগামী দু’দিন ধরে ভারী বৃষ্টি হতে পারে। ১১ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.